Home » » অন্য বসন্ত পর্ব – ৭

অন্য বসন্ত পর্ব – ৭

Written By Kimakar on সোমবার, ২৪ জুন, ২০১৩ | ১১:০০ AM

শুভকে ফেলে আসতে অনেক কষ্ট হচ্ছে আমার ।
আমি এখন বাসে ।
ও একটু আগেই চলে গেছে । আমার চোখের আড়াল হয়েছে সে ঠিকই কিন্তু এখনও চোখ বুজলে আমি ওকেই ফিল করি ।
ওর কাছ থেকে নিয়ে আসা রুমাল টা শুকলাম ।
উম ম ম ম !
ওর গায়ের গন্ধ পাচ্ছি ।
ভালোবাসার মানুষের গায়ের গন্ধটাও কি মিষ্টি লাগে !
আমি বরাবরই পাগল । একটু চঞ্চল । সেই ছোটবেলা থেকেই । মা মাঝে মাঝে আমাকে নিয়ে হাঁপিয়ে উঠত । বলত, তোর বউ যে তোকে কি করে সামাল দেবে ?
শুভকে দেখলে আমি আরও ইচ্ছে করে পাগলামি করি । ছেলেমানুষ হয়ে যাই ।
আমি জানি মুখে ও যতই বিরক্তি ভাব দেখাক ও আমার পাগলামিগুলোকে দারুন উপভোগ করে ।
ওর মাঝে আশ্চর্য একটা আকর্ষণ আছে । মানুষকে নিয়ন্ত্রণ করার । স্রস্টা কিছু কিছু মানুষের মাঝে এই গুন টা দেন । শুভ তাদের মাঝে একজন । আর কিছু কিছু মানুষ থাকে তার চারপাশের মানুষজনকে ক্রমাগত জ্বালায় । ওতেই তাদের আনন্দ । আমি হলাম ওদের দলে ।

এই যাহ্‌ । বৃষ্টি শুরু হল ।
ইঁদুর বিড়াল বৃষ্টি । মনে মনে বললাম ।
বাসের জানালাটা টেনে দিলাম ।
আমার পাশে বসা লোকটা হা করে ঘুমোচ্ছে । ইচ্ছে করছে ঐ লোকটার মুখে শুভর দেয়া কিছু কেক পুরে দিই । হা হা হা ।
একা একাই হাসলাম ।
কানে হেডফোন লাগালাম ।
কি গান শুনব বুঝতে পারছি না ।
শেষ পর্যন্ত বাপ্পা মজুমদারের গাওয়া, “ আজ তোমার মন খারাপ মেয়ে” গানটা শুনতে লাগলাম ।
আমি গানটা শুনার সময় মেয়ে শব্দটার জায়গায় ছেলে কল্পনা করছি ।
সমকামী হওয়ার অনেক যন্ত্রণা । সমকামীদের অনুভূতি নিয়ে কোন গল্প নেই, গান নেই ।
সমকামীদের কি কোন আবেগ থাকতে নেই ! খালি কাম আর কাম ।
হা হা হা । আপনমনে হেসে উঠলাম ।
জানলার কাঁচ বেয়ে বৃষ্টি পড়ছে ।
কি অদ্ভুত একটা সৌন্দর্য । শুভ পাশে থাকলে বেশ হত ।
ও হয়ত আমার কাঁধে মাথা রেখে বৃষ্টি দেখত ! শুভ এখনও বাচ্চাদের মত সরল ।
আমি হলাম একটা বিচ্ছু ।
আমার ডান পাশের সারির একটা মেয়ে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে ।
মাঝে মাঝে বুকের কাপড় ফেলে দিচ্ছে । ইচ্ছে করে ।
যতই দুধ দেখাও আপা কোন লাভ নাই । আমি হলাম সমপ্রেমি । পুরুশপ্রেমি । মনে মনে বললাম ।
অন্য কোন পোলা হইলে এতক্ষনে মুখ দিয়ে লালা পড়ত মেয়েটার বুকের সাইজ দেখে ।

ফোনের রিংটোন বেজে উঠল । চেয়ে দেখেই হাসলাম ।
শুভ ফোন দিয়েছে ।
সোনামণি ! তোমার কথাই ভাবছিলাম ।
আমিও ।
তোমার রুমালটা আমার নাকে বার বার নিচ্ছি আর তোমার গায়ের গন্ধ পাচ্ছি । আমি রুমালটা বুকে আঁকড়ে ধরলাম ।
আমি তোমার টিশার্ট বুকে চেপে শুয়ে আছি । ওপাশ থেকে শুভ বলল ।
চোখের পানি মুছ ডাক্তার । আমি হেসে বললাম ।
এই হাসবা না । আমি কাদতেসি তোমাকে কে বলল । শুভ অভিমানের সুরে বলল ।
আমি তোমার প্রতিটা নিঃশ্বাসের খবর জানি বোকা মিয়া ।
আমি বোকা নাহ! আর নিজে কি ? শুভ আদুরে গলায় বলে উঠে ।
আমি হলাম দুষ্টু পোলা । দেখনা কেমন জ্বালিয়ে পুরিয়ে গেলাম । আমি দুষ্টুমি করে বললাম ।
শুভ চুপ করে থাকে ।
এক্তুপর বলে, আচ্ছা দিব্য ! আমরা কেন একটা সহজ জীবন পেলাম না । বলতে পার ! এই যে তোমাকে এতো ভালবাসি । এতো ভালবাসি ! আমার খুব ইচ্ছে করে তোমায় সবার সামনে জড়িয়ে ধরে চিৎকার করে বলি তুমি আমার আমার ।
আমি ধরে আসা গলায় বললাম, শুভ । এর উত্তর আমারও জানা নেই । আমাদের কষ্টটা কাওকেই দেখাতে পারি না ।
শুভ এবার বলে উঠে, এই শোন ! তোমার পাশের ভদ্রলোক কি করছেন ?
উনি বাতাস খাচ্ছেন ! আমি হা হা করে হেসে বলি ।
মানে কি ? তুমি যে কি বল না !
আমি যা বলি সত্যি বলছি । উনি হা করে ঘুমাচ্ছেন । কি যে হাস্যকর লাগছে দেখতে । তুমি থাকলে বুঝতে ।
আমি থাকলে তোমায় জড়িয়ে ধরে রাখতাম । শুভ নিচু স্বরে বলল ।
আমি জানি । জানো শুভ এখন না বৃষ্টি হচ্ছে । ইঁদুর বিড়াল বৃষ্টি । বাসের জানালার কাঁচ বেয়ে বেয়ে বৃষ্টি পড়ছে ।
ইঁদুর বিড়াল বৃষ্টি মানে ? শুভ অবাক হয়ে জিজ্ঞেস করল ।
তুমি আসলেই বোকারাম ! কেটস এন্ড ডগস রেইনিং । ইংরেজরা কি কারণে যে বৃষ্টিকে এই নাম দিল কে জানে ? আমি হাসতে হাসতে বললাম ।
এই জানালা ঠিক মত লাগিয়েছ ! আবার বৃষ্টিতে ভিজে যাবে তো ! শুভ একটু টেনশন নিয়ে বলল ।
হা হা হা । শুভ , আমার জন্য তোমার এই দুশ্চিন্তা খুব ভালো লাগে আমার ।
হুম । তুমিত সারাটা জীবনই এমন । আমাকে টেনশনে রেখে মজা পাও ।
আচ্ছা বাবা । এখন থেকে ভদ্র পোলা হইয়া জামু । ওকে !
হুম । বুঝলাম ।
শুভ আরেকটা মজার কাণ্ড হইসে ?
আবার কি হইসে ? শুভ কৌতূহল নিয়ে আমাকে জিজ্ঞেস করে ।
আমার ডান পাশের সারিতে একটা মেয়ে বার বার তার ওড়না ফেলে তার বুক দেখাচ্ছে আমাকে ।
হা হা হা । ওপাশ থেকে শুভ হেসে গড়াগড়ি যাচ্ছে ।
তুমি একটা জংলি । যেখানেই যাও । খালি দুষ্টুমি কর । শুভ আমায় বলল ।
বাহবা । আমার কি দোষ ! আমি কি ঐ মেয়ের হেড লাইটে হাত দিসি ।
আমিতো তোমারটাতে হাত দিই ।
আমি এই কথা বলে মিটিমিটি হাসলাম ।
শুভ আবারও হাসল । বলল, দিব্য ! প্লিজ এসব কথা বন্ধ কর । কি অশ্লীল কথা বল ! শুনলেই গা শিরশির করে উঠে ।

ও তাই বুঝি ! আস আদর করে দিই । আমি বললাম ।
হুম । বুঝছি ! সোনা বাবু এখন রাখি । ঢাকায় পৌঁছে ফোন দিও । তোমার যে ভুলোমন । নিশ্চিত জানাতে ভুলে যাবে । ওপাশ থেকে শুভ বলল ।
ওকে জান । আমি ফোন দেব । লাভ ইউ জান ।
লাভ ইউ টু দিব্য ।
শুভ লাইন কেটে দিল ।
আমার বুক থেকে একটা চোরা শ্বাস বের হয়ে আসল । মাঝে মাঝে বেশি ভালবাসাও কষ্টের কারণ হয় ।

8 মন্তব্য(গুলি):

  1. hi friend’s all sex korta chao বিসস্তু পাসসেন না আমাকে কল দাও ।01763036251। ফন সেক্স করতে কল দেন 01763036251.ফন সেক্স৩০০টাকা ইমু সেক্স ৮০০টাকা রেয়াল্ল সেক্স ৪০০০টাকা ১রাত। বেসসস্ত সেক্স বন্দু খুসসেনআমাকে কল দাও 01763036251যেখানে সেক্স করবেন আমেকে কল দাও 01763036251Bondu rasex korba but বিসসেস্ত khuka passo na amaka call dao 01763036251″Phnsex 300taka”” imo sex 800taka সমই ১ঘণ্টা সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে ১ বার টাই করে দেখ সেক্সkorla বিকাশ korta hoba “BKASH, DBBL, A TAKA petata perla contack koro akhonecontack me 01763036251. সব সময় কল দাও 01763036251hi friend’s all sex korta chao বিসস্তু পাসসেন না আমাকে কল দাও ।01763036251। ফন সেক্স করতে কল দেন 01763036251.ফন সেক্স৩০০টাকা ইমু সেক্স ৮০০টাকা রেয়াল্ল সেক্স ৪০০০টাকা ১রাত। বেসসস্ত সেক্স বন্দু খুসসেনআমাকে কল দাও 01763036251যেখানে সেক্স করবেন আমেকে কল দাও 01763036251Bondu rasex korba but বিসসেস্ত khuka passo na amaka call dao 01763036251″Phnsex 300taka”” imo sex 800taka সমই ১ঘণ্টা সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে ১ বার টাই করে দেখ সেক্সkorla বিকাশ korta hoba “BKASH, DBBL, A TAKA petata perla contack koro akhonecontack me 01763036251. সব সময় কল দাও 01763036251hi friend’s all sex korta chao বিসস্তু পাসসেন না আমাকে কল দা

    উত্তরমুছুন
  2. যারা বারবার টাকা দিয়ে ধোকা খাছেন ।আমাকে শেষবার বিসসার করেন ঠকবেনা।01763852350 Audio sex 500 taka imo sex 1000 taka ”reall sex 5000 taka”””””””””””””””””””””””””””””” Hello প্রবাসী বন্দুরা, আমি প্রবাসীদের সাথে সেক্স করি। আমি দেশের কল রিসিফ করি ; তাই কল দিবে”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” IMO Sex / Video call sex—1000টাকা Phone call /Audio call Sex- 500টাকা” টাকা বিকাশ “” bkash”” এর””মাধ্যমে”””পাঠাতে” হবে।””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””♥01763852350♥নাম্বার ———————- আমার নাম্বার ———————-♥01763852350♥”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””.”””””””””””””‘”‘অামি গরিব পরিবারের মেয়ে লেখা পড়ার জন্য আমার কিছুটাকা প্রয়োজনতাই বাধ্য হয়ে এটা করছি দয়াকরেকেই বাজে কমেন্ট করবেন না সময় সবার এক রকম যাইনা আপনার জীবনেও খারাপসময় আসতে পারে………..”’”‘””’”””””””””””””””””””””””””””””””””””””””””””””” “”” আমার নাম্বর:——-♥01763852350 bakes number............... audo sex500 taka..........video sex 1000 taka...!......... reall sex5000 taka................bakes number 01763852350............DBBl...........

    উত্তরমুছুন
  3. হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655. হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন আর আমার numbar 01738533655হট হট বয়েজরা তোমরা সবাই কেমন আছো বিশ্বাস্ততার সাথে সেক্স করি। ফোন কল অডিও সেক্স (১ ঘন্টা 300 টকা)। ভিডিও কল(imo) ইমু সেক্স (১ ঘন্টা 800টকা) । 01738533655টাকা (bksah) বিকাশ এর মাধ্যমে পাঠাতে হবে । শুধুমাএ যে সকল ভাইয়েরা বিকাশ দিতে পারবেন তারাই ফোন দিবেন । বি:দ্র- ধোকা মানুসের বিশ্বাস নষ্ট করে, সুতারাং আমি মানুসের বিশ্বাস রক্ষা করি । কাজের নিশ্চয়তা ১০০% । আমাকে বিশ্বাস করেন

    উত্তরমুছুন
  4. আমার নাম্বার 01790479714 **********আমি আসা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স 500,ভিডিও সেক্স1000..আমি রিয়েল সেক্স করি না।।01790479714বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব***********করবা না আমার নাম্বার 01790479714 **********আমি আসা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স 500,ভিডিও সেক্স1000..আমি রিয়েল সেক্স করি না।।01790479714বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব***********করবা না আমার নাম্বার 01790479714 **********আমি আসা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স 500,ভিডিও সেক্স1000..আমি রিয়েল সেক্স করি না।।01790479714বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব***********করবা না আমার নাম্বার 01790479714 **********আমি আসা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স 500,ভিডিও সেক্স1000..আমি রিয়েল সেক্স করি না।।01790479714বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব***********করবা না আমার নাম্বার 01790479714 **********আমি আসা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স 500,ভিডিও সেক্স1000..আমি রিয়েল সেক্স করি না।।01790479714বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব***********করবা না

    উত্তরমুছুন
  5. বাংলাদেশী সেক্সে নতুন মেয়ে আমি সেক্স করি কল দাও বিকাস নামবার +8801884940731আমার সাথে মজা করে সেক্স করতে চাইলে ফোন দিন*আমি অনেক সেক্সি মেয়ে।+8801884940731)
    Phone sex: 300tk
    Live video:only 800tks
    akhone call me +8801884940731
    “”Phn sex 300taka””
    imo sex 800taka
    সমই ১ঘণ্টা
    সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে
    ১ বার টাই করে দেখ +8801884940731
    ফন সেক্স ৩০০ টাকা ইমু সেক্স ৮০০টাকা সেক্স করতে কল দাও 01884940731 Bondu ra sex korba but বিসসেস্ত khuka passo na amaka call dao 01884940731
    “”Phn sex 300taka””
    imo sex 800taka
    সমই ১ঘণ্টা
    সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে
    ১ বার টাই করে দেখ
    সেক্স korla বিকাশ korta hoba “BKASH, DBBL, A TAKA petata perla contack koro akhone call me 01884940731

    উত্তরমুছুন
  6. বাংলাদেশী সেক্সে নতুন মেয়ে আমি সেক্স করি কল দাও বিকাস নামবার +8801884940731আমার সাথে মজা করে সেক্স করতে চাইলে ফোন দিন*আমি অনেক সেক্সি মেয়ে।+8801884940731)
    Phone sex: 300tk
    Live video:only 800tks
    akhone call me +8801884940731
    “”Phn sex 300taka””
    imo sex 800taka
    সমই ১ঘণ্টা
    সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে
    ১ বার টাই করে দেখ +8801884940731
    ফন সেক্স ৩০০ টাকা ইমু সেক্স ৮০০টাকা সেক্স করতে কল দাও 01884940731 Bondu ra sex korba but বিসসেস্ত khuka passo na amaka call dao 01884940731
    “”Phn sex 300taka””
    imo sex 800taka
    সমই ১ঘণ্টা
    সেক্স করলে ১০০ ভাগ সেভ থাকবে
    ১ বার টাই করে দেখ
    সেক্স korla বিকাশ korta hoba “BKASH, DBBL, A TAKA petata perla contack koro akhone call me 01884940731

    উত্তরমুছুন
  7. হাই বন্ধুরা কেমন আছো? আমার নাম..নিশি আকতার...আমি পড়াশোনা করি। তাই মাঝে মাঝে অনেক টাকা লাগে।তাই আমি সেক্স করে থাকি।।ফন সেক্স ৫০০..ইমু ১০০০.সরাসরি ৩০০।আমার নম্বর.(01740433931) হাই বন্ধুরা কেমন আছো? আমার নাম..নিশি আকতার...আমি পড়াশোনা করি। তাই মাঝে মাঝে অনেক টাকা লাগে।তাই আমি সেক্স করে থাকি।।ফন সেক্স ৫০০..ইমু ১০০০.সরাসরি ৩০০।আমার নম্বর.(01740433931) হাই বন্ধুরা কেমন আছো? আমার নাম..নিশি আকতার...আমি পড়াশোনা করি। তাই মাঝে মাঝে অনেক টাকা লাগে।তাই আমি সেক্স করে থাকি।।ফন সেক্স ৫০০..ইমু ১০০০.সরাসরি ৩০০।আমার নম্বর.(01740433931)

    উত্তরমুছুন
  8. আমি আশা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স ৫০০,ভিডিও সেক্স -১০০০..আমি রিয়েল সেক্স করি না।।01790479714.বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব করবা না
    আমি আশা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স ৫০০,ভিডিও সেক্স -১০০০..আমি রিয়েল সেক্স করি না।।01790479714.বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব করবা না।।আমি এখানে নতুন তাই দয়াকরে কেঔ ফালতু পেচাল পারার জন্য ফোন দিবেন না আমি আশা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স ৫০০,ভিডিও সেক্স -১০০০..আমি রিয়েল সেক্স করি না।।01790479714.বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব করবা না. আমি আশা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স ৫০০,ভিডিও সেক্স -১০০০..আমি রিয়েল সেক্স করি না।।01790479714.বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব করবা না
    আমি আশা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স ৫০০,ভিডিও সেক্স -১০০০..আমি রিয়েল সেক্স করি না।।01790479714.বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব করবা না।।আমি এখানে নতুন তাই দয়াকরে কেঔ ফালতু পেচাল পারার জন্য ফোন দিবেন না আমি আশা খাতুন। আমার কিছু টাকা দরকার বিনিময় আমি সেক্স করব।ফোন সেক্স ও ভিডিও সেক্স করব।ফোন সেক্স ৫০০,ভিডিও সেক্স -১০০০..আমি রিয়েল সেক্স করি না।।01790479714.বিকাশ করতে না পারলে কেউ ডিস্টাব করবা না

    উত্তরমুছুন

Popular Posts

Archive