আমি রাজ । থাকি নারায়ণগঞ্জ । বয়স ২৫ বছর । আমার ভালোবাসার কাহিনী আজ বলব তোমায় ।
২০১২ সালের জুলাই মাস এর প্রথম দিকের কথা । ওর সাথে আমার পরিচয় ফেস বুকে ।
মজার ঘটনা হল ওর আর আমার বাড়ি খুবই কাছাকাছি । কিন্তু কেউ কাওকে এর আগে চিনতাম না ।
বয়সে ও আমার চাইতে পাঁচ বছরের ছোটো হবে।
জুলাই এর ১৯ তারিখ ওর সাথে আমার প্রথম দেখা । সন্ধ্যার পর ।
আমরা দুজন অনেক কথা বলি । আমাদের বাড়ির পাশ ধরে যে হাইওয়ে রোড গেছে সেখান দিয়ে হাঁটি । কখন যে ঘণ্টা দুয়েক চলে গেছে টের পাইনি । আমাদের মাঝে যৌনতা নিয়ে কোন কথাই হয় নি ।
দুজনের মাঝে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল ।
ওই দিন কথা শেষ করে দুজনেই যার যার বাড়ির পথে রওনা হলাম । আমার বাড়ির সামনে এসেই ও আমাকে জড়িয়ে ধরল । আমিও হ্যান্ড শেক করলাম । ও চলে গেল ।
বাসায় এসেই আমার কেমন অস্থির লাগছিল । জানি না । মনে হচ্ছিল ওর সাথে আরেকবার কথা বলি ।
ওকে সাথে সাথে মেসেজ দিলাম । ও আনসার দিল ।
মজার ব্যাপার হচ্ছে আমাদের মাঝে কথা বলার চাইতে মেসেজ আদান প্রদানই বেশী হতো ।
একসময় বুঝতে পারলাম আমি ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি । আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতাম । পারতাম না । কি এক অদ্ভুত তানে ওর কাছে ছুটে যেতাম । ও ও আমার কাছে ছুটে আসত । আমাকে এক নজর দেখার জন্য ।
আমি কখনই ওকে চুমু খেতাম না । কারণ আমি হেপাটাইটিস বি পজিটিভ । ও বিষয়টা জানত না । একদিন ওকে আমার অসুস্থতার কথা জানালাম । ও অবাক হয়ে বলল, তুমি এজন্য আমায় আদর করো নি ?
ও আমার বুকে ঝাপিয়ে পড়ে কাঁদতে লাগলো । আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না । ওকে বলে ফেললাম, ভালবাসি তোমায় ।
তার পর দিনই ওকে হেপাটাইটিস বি পজিতিভ এর টিকা দেয়ালাম ।
ওর সাথে খুব খুনসুটি করতাম । আমি এখানে একটা স্কুলে জব করি । স্কুল থেকে ফিরেই ওর হাত ধরে ঘুরতে বেরুতাম । কখনও নদীর পার , কখনও সবুজ মাঠ কিংবা কখনও পথ ধরে ।
আমার বাসার সামনে বিশাল একটা বাগান আছে আমার ।
আমি প্রত্তেকদিন আমার বাগানের ফুল নিয়ে যেতাম ওর জন্য ।
স্রষ্টার কাছে কৃতজ্ঞতায় আমার মাথা নুয়ে আসে । আমি কত লাকি যে ওকে পেয়েছি ।
ও আমার সব দিকে খেয়াল রাখে । কখন খেয়েছি । কখন কি করছি । সব ।
গত ১ লা ফেব্রুয়ারী ওর জন্মদিন ছিল ।
আমি ওকে অবাক করে দেয়ার জন্য রাত ১২ টায় ওর দরজার সামনে একটা কার্ড, ৪ টা লাল গোলাপ আর একটা চিঠি দিয়ে আসি যে চিঠিটা ছিল আমার রক্তে লেখা ।
ও পরেরদিন আমাকে বুকে শক্ত করে জড়িয়ে বলে, বাবু ! তুমি আমাকে এতো ভালবাস কেন ?
আমি ওর থুতনিতে আদর করে বলি, তুমি আমার এঞ্জেল ! তাই ।
আমি অনেক সুখি ওকে পেয়ে । আমাদের মাঝে ঝগড়া , মান অভিমান, আদর সব আছে ।
ও আমাকে এক মুহূর্তের জন্য আড়াল করতে চায় না ।
তাই সে ইচ্ছে করেই আমার স্কুলে জব নিয়েছে । যেন সে আমার পাশা পাশি থাকতে পারে ।
গত অগাস্ট মাসে বন্ধুত্ব দিবসে ও আমাকে ২ টা আংটি গিফট করে । সেই থেকে আংটি গুলি আমি এক দিনের জন্যও খুলিনি । ওর হাতেও ২ টা রিং আছে যেগুলো আমাদের ভালোবাসার প্রতীক ।
ওকে যেদিন আমি পরিপূর্ণ ভাবে আদর করি । সেদিন ওর প্রচুর ব্লিডিং হয় ।
আমি খুব ভয় পেয়ে যাই ।
ও তার পরেও আমাকে বলে যে আমার জন্য সে সব করতে রাজি ।
আমি জানি না আমার মত একটা অসুস্থ মানুষের মাঝে সে কি পেয়েছে ।
অথচ আমার এই অসুস্থতার কারণে অনেকেই ভালবেসেও আমার কাছ থেকে দূরে চলে গেছে । জীবন কি অদ্ভুত তাই না ?
আমি এখন অনেক সুখি । নিজেকে মাঝে মাঝে রাজা মনে হয় । এতো ভালোবাসা পেয়েছি ওর কাছে !
আজ ভালোবাসা দিবসে একটাই চাওয়া আমি যেন সারা জীবন ওকে আমার বুকে আগলে রাখতে পারি ।
কারণ ও আমার এঞ্জেল ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন